সম্প্রতি ফেসবুকে ও টুইটারে ইজরায়েলকে নিয়ে কিছু বিভ্রান্তিকর দাবি ভাইরাল হয়েছে। সেই সব দাবিগুলোর সত্যতা জানুন এবং সাথে জানুন নেপাল ও অসমকে কেন্দ্র করে ছড়ানো মিথ্যে দাবির আসল সত্যি।

ইজরায়েল ভারতীয় নার্সের নামে তাদের যুদ্ধ বিমানের নাম রেখেছে?
ফেসবুক ও টুইটারে ভাইরাল ইজরায়েল ভারতীয় নার্সের নামে তাদের যুদ্ধ বিমানের নাম রেখেছে এই দাবিটি নিয়ে আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই দাবিটি মিথ্যে।প্রথমত ইজরায়েল তাদের কোনো যুদ্ধ বিমানের নাম সৌম্যা সন্তোষের নামে রাখেনি এবং দ্বিতীয়ত ভাইরাল যুদ্ধ বিমানটি চীনের যার আসল নাম J-10C.

ইজরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘ ও তুরস্ককে হুমকি দিয়েছে?
ফেসবুকে বর্তমানে প্যালেস্টাইনের গাজা ও ইজরায়েলের মধ্যে চলতে থাকে যুদ্ধকে নিয়ে একটি দাবি ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘ ও তুরস্ককে হুমকি দিয়েছে, এবং সেই সমস্ত দেশগুলোকে হুমকি দিয়েছে যারা গাজাকে সাহায্য করছে। কিন্তু আমাদের অনুসন্ধানে আমরা এই ধরণের কোনো সংবাদ পাইনি।

অসমের মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয়ে পরিণত করার আদেশ দিয়েছেন?
ফেসবুকে ভাইরাল দাবি অসমের মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয়ে পরিণত করার আদেশ দিয়েছেন এবং বাংলায় মাদ্রসার জন্য বরাদ্দ হয়েছে ৩৬০০ কোটি টাকা এই দাবিটি বিভ্রান্তিকর। ২০২০ সালেই যখন অসমে মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনেওয়াল, ওনার সময়েই শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সব মাদ্রাসাগুলোকে স্বাভাবিক বিদ্যালয়ে পরিণত করার দাবি আনেন এবং বিরোধীদলের আপত্তি সত্ত্বেও সেই বিল অসমের বিধানসভায় পাস্ হয়।

নেপালকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা হয়েছে? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো বিভ্রান্তিকর দাবি
ফেসবুকে নেপালকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা হয়েছে এই দাবি সমেত ভাইরাল ভিডিওটিকে আমরা ইউটিউবে পেয়েছি যা আপলোড করা হয়েছিল ২০১৯ সালে এবং এর সাথে যে দুটি ছবি ভাইরাল হয়েছে তা একটি ২০১৫ সালের এবং অপরটি ২০২০ সালের।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।