Fact Check
Weekly Wrap: মুর্শিদাবাদে সংঘর্ষের আবহে সপ্তাহভর ভাইরাল ভুয়ো দাবিগুলোর সত্যতা জানুন
মুর্শিদাবাদে সংঘর্ষের (Murshidabad Violence) আবহে বঙ্গ বিজেপির পোস্ট করা একাধিত ছবি থেকে শুরু করে তারকেশ্বরমুখী পুণ্যার্থীর উপর এক বিশেষ গোষ্ঠীর লোকজনের হামলার অভিযোগ। কিংবা মুসলমানের ছদ্মবেশে মুর্শিদাবাদে অশান্তি পাকানোর ছক!
সোম থেকে শনি পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ফেক নিউজগুলো সঠিক তথ্যটা জেনে নিন এখানে…

ভুয়ো দাবি-সহ বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ছড়ালো অজস্র বিভ্রান্তিকর ছবি
বিজেপির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবির কোলাজ, যেখানে হিন্দুদের উৎসবের সময় পশ্চিমবঙ্গে মুসলিমদের জড়িত থাকার দাবি করা হয়েছে, সেটি বিভ্রান্তিকর।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

তারকেশ্বর যাওয়ার পথে বিশেষ গোষ্ঠীর আক্রমণের শিকার পুণ্যার্থী? না, ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন
মারধরের ভাইরাল ভিডিয়োটি পশ্চিমবঙ্গের নয়, বাংলাদেশে এবং তার সঙ্গে সাম্প্রদায়িক কোনও যোগ নেই।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

মুসলমানের ছদ্মবেশে মুর্শিদাবাদে অশান্তি পাকানোর ছক? ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন
ভাইরাল ভিডিয়োটির গত মার্চ মাসের এবং তার সঙ্গে মুর্শিদাবাদে সংঘর্ষের (Murshidabad Violence) কোনও যোগ নেই।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

চাকরিহারা শিক্ষকদের পুলিশি অত্যাচারের দাবিতে ছড়ালো বামেদের বিক্ষোভে মারধরের ভিডিয়ো
পুলিশের মারধরের ভিডিয়োটি পুরনো এবং তার সঙ্গে চাকরিহারা শিক্ষকদের মারধরের কোনও যোগ নেই।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z