রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: কৃষক আন্দোলনের আবহে পাঞ্জাবের অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ালো ফেসবুকে 

Fact Check: কৃষক আন্দোলনের আবহে পাঞ্জাবের অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ালো ফেসবুকে 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Claim: লাল ট্রাক্টরের ভাইরাল ভিডিওটি কৃষক আন্দোলনের
Fact:  যে ভিডিওটি ছড়িয়েছে তার সাথে সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই 

ফেসবুকে সম্প্রতি পুনরায় দেশে কৃষক আন্দোলন শুরু হয়েছে এই দাবিতে একটি ভিডিও পোস্ট করা হয়েছে ফেসবুকে, যেখানে দেখা যাচ্ছে পুলিশের ব্যারিকেডকে অগ্রাহ্য করে একটি লাল ট্রাক্টর এগিয়ে চলেছে। 

কৃষক আন্দোলনের আবহে image 1

Fact check/ Verification 

কৃষক আন্দোলনের আবহে পাঞ্জাবের অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ালো ফেসবুকে। ভাইরাল ভিডিও থেকে কিফ্রেম বের করে আমরা রিভার্স ইমেজ করি এবং এই পর্যায়ে @pb31___status নামের  ইনস্টাগ্রামের লিঙ্ক পাই। ভাইরাল ভিডিও থেকে কিছু আলাদা দৃশ্য রয়েছে এখানে এবং এটি ৪ঠা ফেব্রুয়ারিতে আপলোড করা হয়েছিল। 

কৃষক আন্দোলনের আবহে image 2

এই পোস্টটি ছাড়াও আমরা একটি ফেসবুক পোস্ট পাই। ৩রা ফেব্রুয়ারির এই এই ভিডিওটির সাথে কৃষক আন্দোলনের নাম ভাইরাল ভিডিওটির সাদৃশ্য রয়েছে।ভিডিওটির সাথে লেখা রয়েছে ‘ ভানা সিদ্দুর পক্ষে রাস্তায় ট্রাক্টর নিয়ে নেমেছে যুবকরা। পুলিশের ব্যারিকেড সরিয়েছে তারা তাদের গন্তব্যে এগিয়ে চলছে। কৃষকদের মতো এদের অবস্থা দুর্ভাগ্য জনক’ . 

ভাইরাল ভিডিওটির সাথে ৩রা ফেব্রুয়ারির ভিডিওটির আমরা সাদৃশ্য পেয়েছি, নিম্নে তা দেখা যেতে পারে – 

কৃষক আন্দোলনের আবহে image 3
(L-R) Screengrab from viral video and screengrab from Facebook video
কৃষক আন্দোলনের আবহে image 4
(L-R) Screengrab from viral video and screengrab from Facebook video

৩রা ফেব্রুয়ারির BBC Punjabiর রিপোর্টে বলা হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের বাড়ি ঘেরার জন্য কৃষক ও যুবকরা একত্রিত হয়েছে জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ভানা সিদ্দুর পক্ষে’ 

কৃষক আন্দোলনের আবহে image 5
Screengrab from BBC Punjabi report

পাঞ্জাবের জনপ্রিয় ব্লগার ও সক্রিয় কর্মী ভগবান সিংহ ওরফে ভানা সিদ্দু নামে পরিচিত, তাকে মোহালির পুলিশ জানুয়ারি মাসে গ্রেপ্তার করেছে কারণ তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে লুধিয়ানার এক অভিবাসন এজেন্ট। ভানা ও তার ভাইয়ের বিরুদ্ধে ঠকবাজির কেস ফাইল করা হয় মোহালিতে। এছাড়াও পাটিয়ালায় চেন ছিনতাই ও অন্য এক অভিবাসন এজেন্টকে ঠকানো ও জালিয়াতির জন্য যথা ক্রমে ২২ ও ২৬শে জানুয়ারি অভিযোগ দায়ের করা হয়েছিল। 

The Tribune এর রিপোর্টে বলা হয়েছে ৩রা ফেব্রুয়ারি থেকে ভানার পক্ষে জমায়েত শুরু হয়। মুখ্যমন্ত্রীর বাসভবনকে  লক্ষ্য করে ভাতিন্ডা-সাংরুর-পাটিয়ালা হাইওয়েতে ধর্নায় বসে কৃষক ও যুবকদের দল। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ১২ই ফেব্রুয়ারি ভানা সিদ্দু জেল থেকে ছাড়া পেয়েছে। 

Conclusion

আমাদের অনুসন্ধানে প্রমাণিত সাম্প্রতিক কৃষক আন্দোলনের আবহে পাঞ্জাবের অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ালো ফেসবুকে। পাঞ্জাবের ভানা সিদ্দু নামের এক ব্লগারের গ্রেপ্তারের প্রতিবাদের এই ভিডিওটি কৃষক আন্দোলনের নামে ছড়িয়েছে। 

Result: False 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular