Fact Check
Weekly Wrap: সোশ্যাল মিডিয়াতে বলিউড সিনেমা কেন্দ্রিক ভাইরাল দাবিগুলোর সত্যতা জানুন
ফেসবুকে ভাইরাল হয়েছে বলিউডের সিনেমাকে নিয়ে কিছু দাবি যা আমাদের অনুসন্ধানে মিথ্যে প্রমাণিত হয়েছে। যেমন দাবি করা হয়েছে তাপসী পান্নুর নতুন সিনেমা Dobaaraa ফ্লপ হওয়ার পর তিনি নাকি সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন। অন্য দিকে, Gadar2 সিনেমাকে নিয়ে দাবি এই সিনেমাটিকে বয়কট করা জন্য এক মুসলিম আইনজীবী আদিল আহমেদ সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। আজকের Weekly Wrap এর পড়ুন সেই সমস্ত দাবির সত্যতা।

এই ভিডিওটি জালরের ইন্দ্রকুমার মেঘওয়ালের নয়,সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও নিয়ে ছড়ালো বিভ্রান্তি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে রাজস্থানের জালরের দলিত ছাত্র ইন্দ্রকুমার মেঘওয়ালের মৃত্যুর আবহে একটি বাচ্চা ছেলের নাচের ভিডিও ভাইরাল হয়েছে ও অপ্রাসঙ্গিক।
এই দাবিটির সত্যতা জানুন এখানে

শিলচরে চতুর্থ স্তরের পরীক্ষার পর রাস্তায় দীর্ঘ যানজট হয়েছিল? বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল হলো চেন্নাইয়ের ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে শিলচরে চতুর্থ স্তরের পরীক্ষার পর রাস্তায় দীর্ঘ যানজট হয়েছিল এই দাবিতে ২০২১ সালের ৩০শে ডিসেম্বরে ভারী বর্ষণের কারণে চেন্নাইয়ের ট্র্যাফিক জ্যামের ভিডিও ভাইরাল হয়েছে।
এই দাবিটির সত্যতা জানুন এখানে

Dobaaraa সিনেমা ফ্লপ হওয়ার পর সিদ্ধি বিনায়কে গেলেন তাপসী?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে Dobaaraa সিনেমা ফ্লপ হওয়ার পর সিদ্ধি বিনায়কে গেলেন তাপসী এই দাবিতে ভাইরাল ছবিটি ২০১৯ সালের তোলা যা বর্তমানে ভুল দাবির সাথে ভাইরাল হয়েছে।
এই দাবিটির সত্যতা জানুন এখানে

Gadar 2 সিনেমার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে আইনজীবী আদিল আহমেদ? সোশ্যাল মিডিয়াতে ছড়ালো বিভ্রান্তিকর দাবি
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল Gadar 2 সিনেমার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে মুসলিম আইনজীবী আদিল আহমেদ এই দাবিটি ভুল। ওনার সাথে যোগাযোগ করার পর তিনি নিজেই জানিয়েছেন তিনি এমন কোনো আবেদন করেননি।
এই দাবিটির সত্যতা জানুন এখানে

অস্ট্রেলিয়ান বিজ্ঞানী মহাকাশ থেকে 1,28000 ফুট লাফ দিয়ে 4 মিনিট 5 সেকেন্ডে 1236 কিলোমিটারের যাত্রা শেষ করে পৃথিবীতে পৌঁছেছেন? জানুন সত্যতা
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী মহাকাশ থেকে 1,28000 ফুট লাফ দিয়ে 4 মিনিট 5 সেকেন্ডে 1236 কিলোমিটারের যাত্রা শেষ করে পৃথিবীতে পৌঁছেছেন এই দাবিটি ভুল।
এই দাবিটির সত্যতা জানুন এখানে
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।