আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে কাতারে ফুটবল বিশ্বকাপ। এই আবহে ফেসবুকে, টুইটারে বেশকিছু পোস্ট ভাইরাল হয়েছে যেমন, আইভরিকোস্টের খেলোয়াড় ড্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অন্যদিকে ব্রাজিলের পুরোনো ছবি ফেসবুকে পোস্ট করে যাবি করা হয়েছে কাতারে দেখা মিলেছে ব্রাজিলের সমর্থদের ভীড়ের। আজকের Weekly Wrap এ পড়ুন এই ধরণের ভাইরাল দাবির সত্যতা।

চেলসি লিজেন্ড ড্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? ভাইরাল দাবিটি ভুল
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে আইভেরিকোস্টের ফুটবলার ও চেলসি লিজেন্ড ড্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই দাবিটি মিথ্যে। তিনি নিজের গ্রামে গিয়ে চেনাপরিচিতদের সাথে প্রার্থনাতে যোগ দিয়ে ছিলেন মাত্র, কোনো ধর্ম পরিবর্তন করেননি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

বাজারে বিক্রি হচ্ছে প্লাস্টিকের তৈরী নকল ডিম? ভাইরাল এই দাবির সত্যতা জানুন
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বাজারে বিক্রি হচ্ছে প্লাস্টিকের তৈরী নকল ডিম এই দাবিটি ভুল। অনেক আগেই FSSAI বাজারে বিক্রিত ডিমের পরীক্ষা করে জানিয়েছে এই ধরণের ডিম ভারতের মার্কেটে এখনও পাওয়া যায়নি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

গর্ভবতী হওয়ার কারণে কি হিংস্র কুমিরটি ছেড়ে দিলো এই হরিণীকে? জানুন এই ভাইরাল ভিডিওর আসল তথ্য
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি গর্ভবতী হওয়ার কারণে হিংস্র কুমিরটি হরিণীকে ছেড়ে দিলো আসলে বিভ্রান্তিকর। আমরা এমন কোনো রিপোর্ট পাইনি যেখানে এটি বলা হয়েছে সন্তানসম্ভবা হওয়ার কারণে হরিণীটি কুমিরের মুখের থেকে ছাড়া পেয়েছিলো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

পুরোনো ও অপ্রাসঙ্গিক ছবি ইস্তানবুলের সাম্প্রতিক বিস্ফোরণের আবহে ছড়ালো
আমাদের তথ্য থেকে প্রমাণিত হয়েছে ইস্তানবুলে সাম্প্রতিক যে বিস্ফোরণ ঘটেছে সেই আবহে বিস্ফোরণের পুরোনো ও অপ্রাসঙ্গিক ছবি ভাইরাল হয়েছে। যদিও আমরা এখনো যাচাই করতে পারিনি ইস্তানবুলে সম্প্রতি যে বিস্ফোরণ ঘটেছে তার পেছনের আসল কারণ কি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

বিশ্বকাপের আগে কাতারে ব্রাজিল সমর্থকের ভীড় দেখা গেল? অপ্রাসঙ্গিক ছবি ফুটবল বিশ্বকাপের আবহে ছড়ালো
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বিশ্বকাপের আগে কাতারে ব্রাজিল সমর্থকের ভীড় দেখা গেল, কোনো ভাবেই ব্রাজিলের সমর্থকদের থামানো যাচ্ছে না এই দাবিতে যে ছবিটি ছড়িয়েছে তা বিশ্বকাপ সম্পর্কিত নয়। ছবিটি ব্রাজিলের স্বাধীনতা দিবসের ব্রাজিলের ব্রাসিলিয়া নামক স্থানের।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।