বেশ কিছুদিন ধরে অসম ও বাংলাদেশে তীব্র বর্ষণের কারণে বন্যা শুরু হয়েছে। এই বন্যার আবহে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু বন্যার ভিডিও, ছবি ভাইরাল হয়েছে যাদেরকে অসম ও সিলেটের বন্যার বলে দাবি করা হয়েছে। আজকের Weekly Wrap এ পড়ুন সেই সমস্ত ছবি ও ভিডিওর আসল তথ্য।

অসম ও সিলেটের বন্যার আবহে ছড়ালো দুই বছর পুরোনো তিনসুকিয়ার ব্রিজ ভেঙে পরার ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে অসমের তিনসুকিয়ার ব্রিজ ভেঙে পরার ভিডিও অসম ও সিলেটের বন্যার আবহে ভাইরাল হয়েছে। ২০২০ সালে তিনসুকিয়া জেলায় লাগাতার বর্ষণের কারণে ডুমডুমা-বাঘজানের রোডের একটি ব্রিজ ভেঙে পরে যা বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হয়েছে।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়তে পারেন

কেন্দ্রীয় সরকারের পর পশ্চিমবঙ্গে পেট্রল ও ডিজেলের শুল্ক কমেছে ? না, ফেসবুকে ছড়ালো মিথ্যে দাবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে দাবি কেন্দ্রীয় সরকারের পর পশ্চিমবঙ্গে পেট্রল ও ডিজেলের শুল্ক কমেছে দাবিটি বিভ্রান্তিকর।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়তে পারেন

সিলেটের বন্যায় জলের তোরে ভেসে গেলো বাড়ি? ফেসবুকে পুনরায় সিলেটের বন্যার নামে ছড়ালো ইন্দোনেশিয়া বন্যায় ভাঙ্গনের ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে সিলেটের বন্যায় জলের তোরে বাড়ি ভেসে যাওয়ার নামে ভাইরাল ভিডিওটি ২০২১ সালের ইন্দোনেশিয়ার বন্যার ভিডিও।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়তে পারেন

বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের পুরোনো ভিডিও সিলেটের বন্যার আবহে ভাইরাল
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে সিলেটের বন্যার আবহে ভাইরাল হয়েছে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের ২০১৭ সালের ভিডিও।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়তে পারেন

সাম্প্রতিক কালে সিলেটের বন্যার আবহে ফেসবুকে ছড়ালো অপ্রাসঙ্গিক ছবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বাংলাদেশে সাম্প্রতিক কালে সিলেটের বন্যার আবহে ফেসবুকে কিছু অপ্রাসঙ্গিক ছবি ছড়িয়েছে এই এই বন্যার নামে।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়তে পারেন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।