সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে রাজনীতি, রাজনৈতিক নেতা-নেত্রীদের নিয়ে কিছু ছবি ও তথ্য ভাইরাল হয়েছে যা আদতে অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর।আজকের weekly wrap এ জানুন সেইসব দাবিগুলোর সত্য-তথ্য।

মমতা ব্যানার্জী জলমগ্ন স্থানে দাঁড়িয়ে Yaas সাইক্লোনের ক্ষয়ক্ষতির পর্যবেক্ষণ করছেন?
মমতা ব্যানার্জী জলমগ্ন স্থানে দাঁড়িয়ে Yaas সাইক্লোনের ক্ষয়ক্ষতির পর্যবেক্ষণ করেছেন এই দাবিতে মুখ্যমন্ত্রীর যে ছবিটি ছড়িয়েছে তা Yaas সাইক্লোনের সাথে সম্পর্কিত নয়। আমাদের অনুসন্ধানে প্রমাণিত যে এই ছবিটি ২০১৭ সালের বাংলার অতি বর্ষণের ফলে উত্তরবঙ্গে বন্যার সময়ের তোলা।

সুইস ব্যাংকে ভারতীয় নেতাদের কালো টাকার তালিকা প্রকাশ করলো Wikileaks?
ফেসবুকে ভাইরাল দাবি সুইস ব্যাংকে ভারতীয় নেতাদের কালো টাকার তালিকা Wikileaks এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। কিন্তু এই দাবিটি নিয়ে অনুসন্ধানের সময় আমরা জানতে পারি এই দাবিটি মিথ্যে। এই ধরণের কোনো তালিকা পাওয়া যায়নি Wikileaks এর ওয়েবসাইটে।

পাঁঠার মাংস থেকে ছড়াচ্ছে করোনা ভাইরাস?
করোনা ভাইরাস নিয়ে ভাইরাল দাবি পাঁঠার মাংস থেকে ছড়াচ্ছে করোনা, এই দাবিটি ভুল। এই দাবিটির কোনো বৈজ্ঞানিক প্রমান এখনও পাওয়া যায়নি।

ইসলামিয়া হাসপাতালে শুধু মাত্র মুসলিমদের চিকিৎসা হবে?
ফিরহাদ হাকিম কলকাতায় কোভি়ড চিকিৎসার জন্য উদ্বোধন করেছেন ইসলামিয়া হাসপাতালের। সোশাল মিডিয়াতে দাবি করা হচ্ছে যে ইসলামিয়া হাসপাতালে শুধুমাত্র মুসলিমদের চিকিৎসা হবে, যদিও আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ভাইরাল এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে।

অসমে বাংলাদেশি মুসলিমরা ভিন্ন রাষ্ট্রের দাবি করেছে ?
অসমে বাংলাদেশি মুসলিমরা ভিন্ন রাষ্ট্রের দাবি করেছে এই ভিডিওটি এখনকার নয়। ভিডিওটিকে অনুসন্ধান চালানোর সময় আমরা জানতে পারি ভিডিওটি ২০১৭ সালের, অসম সরকারের বিরুদ্ধে গোয়ালপাড়ার মুসলিমদের প্রতিবাদের সময়ের এটি।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।