Wednesday, December 24, 2025

Coronavirus

Weekly Wrap: সোশ্যাল মিডিয়াতে বঙ্গের রাজনীতি, করোনা আক্রান্তদের সংখ্যা, এবং রথযাত্রা নিয়ে ভাইরাল দাবিগুলির সত্যতা জানুন

banner_image

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে রথযাত্রা নিয়ে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যা শেয়ার করে দাবি করা হচ্ছে সেই ভিডিওগুলো এই বছরের। এর সাথে বিজেপি তরফ থেকে দাবি করা হয়েছে কেন্দ্র সরকারের তুলনায় রাজ্য সরকার জ্বালানি দলের উপর বেশি শুল্ক নিচ্ছে তাই পঃ বঃ তেলের দাবি আকাশছোঁয়া হয়ে গেছে। এই দাবিগুলোর এবং সাথে আরও অন্যান্য ভাইরাল পোস্টের আসল তথ্য জানুন।

কলকাতাতে ৭ই জুলাই করোনাতে কোন মৃত্যু হয়নি?

ফেসবুকে ভাইরাল পোস্ট কলকাতাতে ৭ই জুলাই করোনাতে কোন  মৃত্যু হয়নি এই দাবিটি মিথ্যে প্রমাণিত হয়েছে আমাদের অনুসন্ধানে। রাজ্য সরকারের তথ্য অনুসারে ওই দিন কলকাতা থেকে করোনা আক্রাক্ত ২জনের মৃত্যু হয়েছিল। 

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পাবেন।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কেন্দ্রের থেকে বেশি কর নিচ্ছে পেট্রোল- ডিজেলের উপর? 

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি পশ্চিমবঙ্গ  রাজ্য সরকার কেন্দ্র সরকারের তুলনায় জ্বালানি তেলের উপর বেশি শুল্ক ধার্য করেছে এই দাবিটি আমাদের অনুসন্ধানে বিভ্রান্তিকর প্রমাণিত হয়েছে। বর্তমানে কেন্দ্র থেকে ৩২.৯০ টাকা কর ও পশ্চিমবঙ্গে ১৩.১২টাকার মতো শুল্ক নেয়া হচ্ছে পেট্রিয়ল ও ডিজেল থেকে। 

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পাবেন।

পুরী জগন্নাথের রথযাত্রার নামে ছড়ালো পুরোনো ও অপ্রাসঙ্গিক ভিডিও 

ফেসবুকে পুরী জগন্নাথের রথযাত্রার নামে ছড়ালো ২০১৯ সালের অন্ধ্রপ্রদেশের উৎসবের ভিডিও। অনুসন্ধানের মাধ্যমে জানতে পারি এই ভিডিওটি ২০১৯ সালের অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের লক্ষী -নরসীমা স্বামীর রথযাত্রার ভিডিও, যা বর্তমানে ওড়িশার রথ উৎসবের আবহে ছড়িয়েছে।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পাবেন।

মমতা ব্যানার্জী ও বাবুল সুপ্রিয়র পুরোনো ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

সোশ্যাল মিডিয়াতে জল্পনা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান করবেন আর এই আবহে ছড়ালো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বাবুল সুপ্রিয়র ছবি যেখানে বাবুলকে মুখ্যমন্ত্রীকে নমস্কার করতে দেখা যাচ্ছে। আমাদের অনুসন্ধানে প্রমানিত হয়েছে এই ছবিটি ২০১৫ সালের যে এখন আবার ছড়িয়েছে। বাবুল সুপ্রিয় তৃণমূলে যাবেন কিনা তা নিয়ে এখন রয়েছে ধোঁয়াশা।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পাবেন।

কোপা-আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়রা খেলা হবে – গানে নেচেছিল?

ফেসবুকে দিদি ২৪ঘন্টা থেকে কোপা আমেরিকার ফাইনালের একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে আর্জেন্টিনার খেলোয়াড়দের খেলা হবে গানে নাচতে দেখা যাচ্ছে। আমাদের অনুসন্ধানে এটি প্রমাণিত যে ফাইনালের দিন আর্জেন্টিনার খেলোয়াড়রা খেলা হবে গানে নাচেনি। ভিডিওটিকে সম্পাদিত করা হয়েছে।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পাবেন।

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,658

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage