সোশ্যাল মিডিয়াতে বর্তমানে রাশিয়া ইউক্রেনের মাঝের সমস্যা নিয়ে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কোথাও আকাশ থেকে শয়ে শয়ে নেমে আসছে প্যারাশুট তো কোথাও দেখা যাচ্ছে শত্রুপক্ষকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে গোলাবারুদ। এই ভিডিওগুলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধের আবহে ভাইরাল হলেও এই পরিস্থিতির সাথে সম্পর্কিত কিনা জানুন আজকের এ।

বিহারের বালি খননের ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বিভ্রান্তিকর দাবি
সোশ্যাল মিডিয়াতে বিহারের বালি খননের ঘটনাকে কেন্দ্র করে ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে বিহার পুলিশ নিরীহ গ্রামবাসীদের হাতপা বেঁধে অত্যাচার করেছে এই দাবিটি বিভ্রান্তিকর। গ্রামবাসীরা বেআইনি খনন কার্যের সাথে যুক্ত ছিল এবং পুলিশ দেখে তারা পাথর ছুড়তে থাকে বলে জানা গেছে।
সম্পূর্ন তথ্যটি এখানে পড়ুন

গেমিং এর ভিডিও ইউক্রেন – রাশিয়ার মিগ ২৯ বনাম C -Ram যুদ্ধ নামে ছড়ালো
সোশ্যাল মিডিয়াতে ইউক্রেন – রাশিয়ার মিগ ২৯ বনাম C -Ram এর যুদ্ধের নামে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে যুদ্ধ বিমানকে লক্ষ্য করে গুলো ছুড়তে দেখা যাচ্ছে। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে তা আসলে গেমিংয়ের ভিডিও।
সম্পূর্ন তথ্যটি এখানে পড়ুন

পৃথিবীর সব থেকে বয়স্ক বৃদ্ধ ব্যক্তি বয়স ১৯৩ বছর !! – ফেসবুকে ভাইরাল এই দাবিটির আসল সত্যতা জানুন এই প্রতিবেদনে
ফেসবুকে ভাইরাল পৃথিবীর সব থেকে বয়স্ক বৃদ্ধ ব্যক্তি বয়স ১৯৩ বছর – দাবিটি আসলে অর্ধ সত্যি। ১০৯ বছরের লুয়াং ফো আই যিনি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ছিলেন ওনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে।
সম্পূর্ন তথ্যটি এখানে পড়ুন

সোশ্যাল মিডিয়াতে ইউক্রেনে রাশিয়ার প্যারা ট্রুপার অবতনের নামে ভাইরাল হলো পুরোনো ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ইউক্রেনে রাশিয়ার প্যারা ট্রুপার অবতনের নামে যে ভিডিওটি ছড়িয়েছে তা অনেক পুরোনো। ২০১৬ সাল থেকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে রয়েছে।
সম্পূর্ন তথ্যটি এখানে পড়ুন

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আবহে ছড়ালো নোভোসিবিরস্কের গ্যাস স্টেশনে বিস্ফোরণের ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বিশ্ববাংলার ফেসবুক থেকে কিয়েভে রাশিয়ার বোমা বিস্ফোরণের নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা আসলে রাশিয়ার সাইবেরিয়ায় নোভোসিবিরস্কের গ্যাস স্টেশনে বিস্ফোরণের ভিডিও। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আবহে ভিডিওটি বিভ্রান্তিকর দাবি নিয়ে ছড়িয়েছে।
সম্পূর্ন তথ্যটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।