Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
১০ই এপ্রিল চতুর্থদফা ভোটের দিন শীতলকুচি বিক্ষোভের পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী হয়ে আছে। মমতা ব্যানার্জীর বিজেপির CRPF ঘেরাও মন্তব্যকে কেন্দ্র করেই যে শীতলকুচি হয়েছে তা বার বার বলে আসছে বিজেপি শিবির। মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক কথার জন্য এতগুলো নিরীহ লোকের প্রাণ গেছে বলে দাবি করেছে বিজেপির নেতা মন্ত্রীরা। অন্যদিকে এই শীতলকুচি নিয়ে দিলীপ ঘোষ, রাহুল সিনহা এবং সায়ন্তন বসুও নক্কারজনক মন্তব্য করেছেন প্রচারে বেরিয়ে। আমরা আজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এমন কিছু ছবি ভিডিওটির ফ্যাক্ট-চেক এনেছি যা শীতলকুচির নামে ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়াতে কোচবিহারের শীতলকুচির বিক্ষোভের নামে একটি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নির্বাচন কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতর থেকে প্রায় লাঠি পেটা করে কিছু বিক্ষোভকারীদের বের করে আনছে। আমাদের অনুসন্ধানে এটি প্রমাণিত যে এই ভিডিওটি শীতলকুচির ভিডিও নয়। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় মনিপুরের ৬/১০ ক্যামেগি মুসলিম মাখা লেইকাই নির্বাচন কেন্দ্রে উত্তেজিত জনতা EVM মেশিন খারাপ হয়ে যাওয়ার পর ভোট মেশিন ভাঙচুর করার সময়কার ভিডিও।
টুইটারে শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁ ও উজ্জ্বল পারেখের দাবি শীতলকুচিতে তৃণমূলের গুন্ডারা হামলা করে CISF জওয়ানের মুখ বিকৃত করে দিয়েছে এটি আসলে ঝাড়খণ্ডের ঘটনা। বাঘমারা অঞ্চলে CISF জওয়ান এসপি শর্মা লেঙ্গুরের দ্বারা আক্রান্ত হয়েছেন। ওনার বিকৃত মুখের ছবি সোশ্যাল মিডিয়াতে মিথ্যে দাবি সমেত ভাইরাল হয়েছে।
আমাদের অনুসন্ধানে এটি প্রমাণিত যে ফেসবুকে শীতালকুচিতে কেন্দ্রীয় বাহিনী ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের নামে ফেসবুকে যে ছবিটি ভাইরাল হয়েছে তা পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পর্কিত নয়। ২০১৭ সালে রামরহিমের গ্রেপ্তারের খবরে হরিয়ানার পঞ্চকুলায় রামরহিমের ভক্তদের সাথে পুলিশের সংঘর্ষের ছবি শীতলকুচির নামে ছড়িয়েছে।
শীতলকুচি কাণ্ডে নিহত চার মুসলিম পরিবারের দায়িত্ব নিলেন মমতা এবং হিন্দু পরিবারের আনন্দ বর্মনের নাম কোথাও উচ্চারণ করেননি এবং না কোনো সরকারি সাহায্যের কথা বলেন এই দাবিটি মিথ্যে।জলপাইগুড়ির জনসভায় তিনি শহীদ বেদি তৈরি করে সেখানে হামিদুল মিঞা, নূর আলম মিঞার সাথে আনন্দ বর্মনের নামও আমরা পেয়েছি এবং শীতলকুচিতে নিহতদের প্রত্যেকের পরিবারের সাথে দেখা করে তাদের যথা সম্ভব সরকারি সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন।
এই ফ্যাক্ট -চেকটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পান আজকের Weekly Wrap এ।
‘রামের দেশে আছেন অথচ হারামির মতো কাজ করছেন’ এই ভিডিওতে দিলীপ ঘোষ উক্ত কথাটির মাধ্যমে মমতা ব্যানার্জীকে আক্রমণ করে ওনাকে হারামি বলে উল্লেখ করেছেন। আর এই দাবিতে ফেসবুকে বাংলার গর্ব মমতা নামের পেজ থেকে উপলোড করা করা হয়েছে দিলীপ ঘোষের এই ভিডিওটি। আমাদের অনুসন্ধানে এটি প্রমাণিত মমতা ব্যানার্জীকে হারামি-র মতো শব্দ প্রয়োগ করার এই ভিডিওটি ২০২০ সালের।
এই ফ্যাক্ট -চেকটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পান আজকের Weekly Wrap এ।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
July 5, 2025
Tanujit Das
July 4, 2025
Tanujit Das
July 2, 2025