সোমবার, জুন 17, 2024
সোমবার, জুন 17, 2024

HomeLoksabha Election 2024Fact Check: রাহুলের বক্তৃতার মাঝে উঠল “মোদি…মোদি” স্লোগান? না, ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত

Fact Check: রাহুলের বক্তৃতার মাঝে উঠল “মোদি…মোদি” স্লোগান? না, ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত

Claim: রাহুল গান্ধীর সভায় উঠল মোদির নামে স্লোগান।

Fact: রাহুল গান্ধীর সভায় ‘মোদি…মোদি’ স্লোগান ওঠেনি। ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত বা এডিটেড।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োতে মঞ্চের উপর রাহুল গান্ধীকে বক্তৃতা দিতে দিতে হঠাৎই থেমে যেতে শোনা দেখা যায়। কারণ পরক্ষণেই “মোদি…মোদি…” স্লোগান শুনতে পাওয়া যায়। এরপর কংগ্রেস নেতাকে বলতে শোনা যায়, “যত পারো মোদির ছবি দেখাও, আমাদের কিচ্ছু যায় আসে না।” ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই দাবি করেছেন, “রাহুল গান্ধীর সভাতে মোদি মোদি…আবকি বার 400 পার”। (আর্কাইভ লিঙ্ক)

Fact Check/ Verification

ভাইরাল ভিডিয়োটির একটি কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে আমরা দেখতে পাই যে, ১৪ মে একই ধরনের একটি ভিডিয়ো @shaandelhite আইডির এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল।  ওই ভিডিয়োতে দাবি করা হয়েছে যে উত্তরপ্রদেশের ঝাঁশিতে বক্তৃতা দিচ্ছিলেন রাহুল গান্ধী।

সেই সূত্র ধরে সার্চ করলে রাহুল গান্ধীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো ১৪ মে তারিখে পোস্ট করা হয়েছে, দেখা যায়। ওই ভিডিয়োর ৪৭ মিনিটে রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, “যেভাবে আমরা ইউটিএ আমলে কৃষি-ঋণ মকুব করেছিলাম, ৪ জুনের পর আবার আমরা ঋণ মকুব করব। তা নিয়ে সংবাদমাধ্যম যা খুশি লিখুক। যত ইচ্ছে মোদির ছবি দেখাক। আমরা আমাদের কাজ করে যাব।” এরপর সভায় উপস্থিত দর্শকদের “মিডিয়া গো ব্যাক” স্লোগান দিতে শোনা যায়। 

Conclusion

অতএব এখন এটা জলের মত স্পষ্ট যে, রাহুল গান্ধীর সভায় ‘মোদি…মোদি’ স্লোগান ওঠেনি। ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত বা এডিটেড।

Result: Altered Video

Source
Video by Rahul Gandhi, dated May 14, 2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular