শুক্রবার, এপ্রিল 26, 2024
শুক্রবার, এপ্রিল 26, 2024

HomeFact Check২০১৮ সালের জাসন -এ -আজাদীর পোস্টার স্বাধীনতাদিবসের আবহে বিভ্রান্তিকর দাবি নিয়ে পুনরায়...

২০১৮ সালের জাসন -এ -আজাদীর পোস্টার স্বাধীনতাদিবসের আবহে বিভ্রান্তিকর দাবি নিয়ে পুনরায় ভাইরাল হলো

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সম্প্রতি আমাদের কাছে Whatsapp-এর মাধ্যমে একটি ছবি এসেছে যেখানে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। দেখা যাচ্ছে রাস্তার উপর ও পাশ দিয়ে বাঁশের কাঠামোর উপর টাঙ্গানো হয়েছে জাসন -এ -আজাদীর ব্যানার।  তবে ছবিটি ভালো করে দেখলে বোঝা যাবে এটি ২০১৮ সালের এখনকার নয়। 

Image received from Whatsapp

টুইটার থেকে পাওয়া জাসন-এ-আজাদীকে নিয়ে শেয়ার হওয়া কিছু পোস্ট


ফেসবুক  থেকে প্রাপ্ত কিছু ভাইরাল পোস্ট-

https://www.facebook.com/photo.php?fbid=1678646525650031&set=a.226406414207390&type=3&theater

https://www.facebook.com/photo.php?fbid=1810936228954031&set=a.1228606057187054&type=3&theater

Fact check / Verification 

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে ১৪ই অগাস্ট ২০১৮ সালে অনুষ্ঠিত হয় জাসন -এ -আজাদী। এর ঠিক পরের দিন অর্থাৎ ১৫ই অগাস্টে ভারতের স্বাধীনতা দিবস। ঠিক কি কারণে একদিন আগে এই অনুষ্ঠানেই আয়োজন করা হয় এবং সোশ্যাল মিডিয়ার দাবি অনুযায়ী পাকিস্তানের স্বাধীনতা দিবস বাংলায় পালন করা হচ্ছে – এই দাবিটি সত্যি কি মিথ্যে জানার জন্য আমরা গুগলে কীওয়ার্ড দিয়ে খোঁজ করা শুরু করি। ২০১৭ সালের এটি ইউটুব থেকে ইমরান প্রতাপগড়ি  নামের এক উর্দু কবির কবি সম্মেলনের ভিডিও আমরা পাই। উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বিখ্যাত উর্দু কবি ইমরান টিটাগড়ের টিটাগড় ইয়ুথ ফোরামের আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। উর্দুতে লেখা তার কবিতা তিনি তার অনুগামীদের সামনে পেশ করেন ১৪ই অগাস্ট। যে ভিডিওটি আমরা পেয়েছি সেখানে ভারতের স্বাধীনতার জন্য শহীদ হওয়া ভারতমাতার বীর সন্তানদের সন্মান জানান।  

খোঁজ করার পর আমরা ২০১৮ সালের এই উর্দু কবিতা সম্মেলনের কিছু ভিডিও পাই যেখানে সারা দেশ থেকে বিখ্যাত উর্দু কবি-লেখকরা যোগদান করে নিজেদের কবিতা, পংতি পাঠ করেছেন। ইমরানের টুইটার হ্যান্ডেল থেকে ১০ই অগাস্টের একটি টুইট পাই যেখানে ২০১৮ সালের ১৪ই অগাস্টের জাসন-এ-আজাদীর অনুষ্ঠানের সম্পর্কে বলা হয়েছে- এই অনুষ্ঠানের সব থেকে সুন্দরতম বিষয় হলো রাত ১২টা বাজার আগেই জনগণের হাততালির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হবে, রাষ্ট্রগান গাওয়া হবে এবং তারপর শুরু হবে শায়েরি। ভিডিওটির  কোথাও পাকিস্তানের পতাকা বা ব্যানার জাতীয় কিছু আমাদের চোখে পড়েনি।  অর্থাৎ ১৪ই অগাস্ট ২০১৮তে টিটাগড়ে যে উর্দু কবি সম্মেলন হয় সোশ্যাল মিডিয়াতে তা পাকিস্তানের স্বাধীনতা দিবস উজ্জাপনের মতো বিভ্রান্তিকর দাবি নিয়ে শেয়ার হয়েছে।

Conclusion

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ১৪ই অগাস্ট ২০১৮ সালের  জাসন-এ-আজাদীর ব্যানার নিয়ে যে দাবি করা হচ্ছে তা আসলে সত্যি নয়।পাকিস্তানের স্বাধীনতা দিবস উজ্জাপন নয় ২০১৮ সালের ঐ তারিখে অনুষ্ঠিত হয় উর্দু কবি সম্মেলন যেখানে আমন্ত্রিত থাকেন বিখ্যাত উর্দু কবি ইমরান প্রতাপগড়ি, যিনি তার কবিতা ও শায়েরির পাঠের দ্বারা একদিন আগেই ভারতের স্বাধীনতা দিবস পালন করেছিলেন।  

Result: False claim

Our sources

Tweet form Imran Pratamgarhi official twitter accounthttps://twitter.com/ShayarImran/status/1027933916286484480?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1027933916286484480%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.altnews.in%2Fpostcard-news-founder-falsely-claims-pakistans-independence-day-to-be-celebrated-in-west-bengal%2F

Imran Pratamgarhi official YouTube videohttps://www.youtube.com/watch?v=FAkqALMfdYw&t=1894s

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular