শনিবার, সেপ্টেম্বর 7, 2024
শনিবার, সেপ্টেম্বর 7, 2024

HomeFact Checkকলকাতায় নবান্ন পদযাত্রায় পুলিশের ভূমিকা ঘিরে ফের উঠে আসলো কৈলাশ বিজয়বর্গীর বিভ্রান্তিকর...

কলকাতায় নবান্ন পদযাত্রায় পুলিশের ভূমিকা ঘিরে ফের উঠে আসলো কৈলাশ বিজয়বর্গীর বিভ্রান্তিকর দাবি

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতি, আমপানের টাকা তছরুপ, বেকারত্ব, করোনা রুগীদের অযত্ন এবং ব্যারাকপুরের সাংসদের ভর সন্ধ্যাবেলায় গুলি করে খুন করার প্রতিবাদে বাংলার বিজেপি ও বিজেপি যুবমোর্চা বাহিনী ৮ই অক্টোবর বাংলার প্রশাসনিক ভবন নবান্নের উদ্দেশ্যে এক পদযাত্রার আয়োজন করে। শান্তিপূর্ণ মিছিলের ডাক দিলেও কলকাতার জায়গায় জায়গায় পুলিশ ও বিজেপি নেতা,কর্মীদের মধ্যে শুরু হয় খন্ড-যুদ্ধ। এরই মধ্যে বিজেপি বর্ষীয়ান নেতা কৈলাশ  বিজয়বর্গীয় তার টুইটার থেকে একটি ভিডিও আপলোড করেছেন এবং দাবি করেছেন কলকাতা পুলিশ এই মিছিলের দিন টিএমসি গুন্ডাদের মতো কাজ করেছে। ছাদ থেকে বিজেপি কর্মীদের দিকে বোমা ছোড়ার ফলে ১৫০০ মতো বিজেপি কর্মী আহত হয়েছে। 

Fact check / Verification 

কৈলাশ বিজয়বর্গীয় যে দাবি নিয়ে এই ভিডিওটি শেয়ার করেছেন তার টুইটার থেকে সেই দাবিকে বিভ্রান্তিকর বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ও হাওড়া পুলিশের তরফ থেকে। Times Now এর সাংবাদিকের মতে ঐদিন তিনি ও তার সঙ্গী চিত্রসাংবাদিক হাওড়া ময়দানের ওই জায়গায় উপস্থিত ছিলেন এবং লাইভ রিপোর্টিং করছিলেন। বিজেপি কর্মীরা সমস্ত ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এই পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে পুলিশ কাঁদানে গ্যাস বোমা ছোড়ে।রিপোর্টিং করার সময় প্রথম ব্যারিকেড ভাঙার পর কর্মীরা পাথর ছুড়তে শুরু করে। এদের নিরস্ত্র করার জন্য পুলিশ কাঁদনে গ্যাস ও জল কামান নিক্ষেপ করে। গুগল থেকে কিছু কীওয়ার্ড দ্বারা আমরা Times Now এর ওই দিনের ভিডিওটি পাই। যেখানে ঘটনা পরিষ্কার দেখা যাচ্ছে। 

হাওড়া পুলিশের তরফ থেকে যদিও আলাদা করে কোনো বিশ্লেষণ দেওয়া হয়নি, শুধু মাত্র Times Now এর সাংবাদিকের টুইটটিকে তুলে ধরে বলা হয়েছে ব্যারিকেডের বাধা ভেঙে যখন বিজেপি কর্মীরা এগিয়ে এসে মিডিয়ার উদ্দেশ্যে ইট পাথর ছুড়তে থাকে তখন ভিডিওতে দেখানো বাড়িটির ছাদে মোতায়েন করা পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনার জন্য কাঁদানে গ্যাস বোমা ছোড়ে। এই ঘটনাকে ভুল ও বিভ্রান্তিকর ভাবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে।  

Conclusion

নবান্ন অভিযানের দিন কলকাতা পুলিশ বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনাকে কৈলাশ বিজয়বর্গীয় বিভ্রান্তিকর ভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছেন। বঙ্গের পুলিশের তরফ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়িন্ত্রন করার লক্ষ্যে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল।

Result – Misleading

Our sources

Times Now sources https://twitter.com/SreyashiDey/status/1314256559157829632 https://youtu.be/aCqEm9gjkYM

Howrah police official tweethttps://twitter.com/hwhcitypolice/status/1314505664396292098

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular