রবিবার, মে 19, 2024
রবিবার, মে 19, 2024

HomeFact CheckNewsFact Check: আইপিএল-এর টিকিট জালের অভিযোগে ধৃত তৃণমূল নেতা? না, ভাইরাল স্ক্রিনশটটি এক...

Fact Check: আইপিএল-এর টিকিট জালের অভিযোগে ধৃত তৃণমূল নেতা? না, ভাইরাল স্ক্রিনশটটি এক বছর পুরনো

Claim: আইপিএল-এর টিকিট জালে অভিযুক্ত তৃণমূল নেতা।

Fact: আইপিএল-এর টিকিট জালে তৃণমূল নেতার জড়িত থাকার ঘটনাটি এক বছর পুরনো।

লোকসভা ভোটের উত্তেজনায় টিভি নাইন বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদনের একটি স্ক্রিনশট ঘিরে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। যে প্রতিবেদনের শিরোনাম, ‘kkr vs super kings: ipl টিকিট হুবহু নকল করে বিক্রি করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে’। ওই স্ক্রিনশটটি ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছে, ‘তৃণমূলের দুর্নীতির মুকুটে আরও এক পালক জুড়লো’। (আর্কাইভ লিঙ্ক)

Fact Check/ Verification

ইন্টারনেটে ভাইরাল স্ক্রিনশটের শিরোনামটি লিখে সার্চ করলে টিভি নাইন বাংলার ওয়েবসাইটে আমরা প্রতিবেদনটি খুঁজে পাই। ২০২৩ সালের ৩ মে যা প্রকাশ করা হয়েছিল। ওই প্রতিবেদন থেকতে জানা যায় যে, কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার র্কিংসের ম্যাচের টিকিট জাল করার অভিযোগ উঠেছিল অভিযুক্তের বিরুদ্ধে। ধৃতের নাম ছিল বিক্রম সাহা। যিনি তাহেরপুর শহর টিএমসিপি-র প্রাক্তন সভাপতি এবং। রানাঘাট সাংগঠনিক জেলার গুরুত্বপূর্ণ পদে ছিলেন।     

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরানুযায়ী, গত বছর ২৩ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপারকিংসের ম্যাচ ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। ওই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে ছিল। সূত্রের খবর, অভিযুক্তের বিরুদ্ধে টিকিট জাল করে মোটা টাকায় তা বিক্রি করার অভিযোগ উঠেছিল। ময়দান থানায় অভিযোগ দায়ের হয়। এরপর তাহেরপুরের বাড়ি থেকে বিক্রমকে গ্রেফতার করেছিল লালবাজার।

Bangla Hunt, Hindustan Times ওয়েবসাইটেও একই খবর, একই সময়ে প্রকাশিত হয়েছিল।

Conclusion

সুতরাং এখান থেকেই স্পষ্ট যে, আইপিএল-এর টিকিট জালে তৃণমূল নেতার জড়িত থাকার ঘটনাটি এক বছর পুরনো।

Result: Missing Context

Source
Report by TV9 Bangla
Report by Anandabazar
Report by Bangla Hunt, Hindustan Times

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular