সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি বেশকিছু পোস্ট ভাইরাল হয়েছে রোনাল্ডোকে নিয়ে যেখানে কোথাও বলা হয়েছে তিনি নাকি রিয়াদে গিয়ে জমজমের জল পান করেছেন। কোথাও আবার বলা হয়েছে তিনি আল-নাসেরের হয়ে কোনো গোল করতে পারেননি তাই ক্লাবের মালিক ওনার উপর রেগে গিয়েছেন। সেই দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। দুবাইতে নাকি প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর প্রথম জলের তলায় টেনিস স্টেডিয়াম। আজকের Weekly Wrapএ পড়ুন এই সমস্ত দাবির তথ্য।

সুইৎজারল্যান্ডে তৈরী হয়েছে পৃথিবীর প্রথম আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়াম? ফেসবুকে ছড়ালো ভুল দাবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি সুইৎজারল্যান্ডে তৈরী হয়েছে পৃথিবীর প্রথম আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়াম আসলে ভুল। এটি পরিকল্পনা হয়েছিল দুবাইয়ের জন্য।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

রোনাল্ডোর উপর রেগে গিয়েছে আল নাসেরের মালিক? সোশ্যাল মিডিয়াতে আল নাসেরের মালিকের নামে ছড়ালো অন্য ব্যক্তির ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রামাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিও যেখানে দাবি করা হয়েছে রোনাল্ডোর উপর রেগে গিয়েছে আল নাসেরের মালিক, এখানে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি সৌদির একজন সাংবাদিক, আল-নাসেরের মালিক নয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

রিয়াদে ক্রিস্টিয়ানো রোনাল্ডো জমজমের জল পান করেছেন ?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে রিয়াদে ক্রিস্টিয়ানো রোনাল্ডো জমজমের জল পান করেছেন দাবিটি সত্যি নয়, তিনি সৌদির কফি পান করেছিলেন।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

গরু ও চিতাবাঘের ভাইরাল ছবিগুলি আসামের নয়
ফেসবুকে ভাইরাল একটি ছবিতে দেখা যাচ্ছে একটি ও চিতাবাঘ আলিঙ্গন করে বসে আছে এবং দাবি করা হচ্ছে ঘটনাটি আসামের। যদিও গরু ও চিতাবাঘের ছবি আসামের নামে ফেসবুকে ভাইরাল হলেও তা প্রকৃতপক্ষে গুজরাটের ঘটনা।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

জাপানের আকাশে দেখা গিয়েছে ডিম্বাকৃতির মেঘ? না ভাইরাল ছবিটি আইসল্যান্ডের
জাপানের আকাশে দেখা গিয়েছে অদ্ভুত ডিম্বাকৃতি মেঘ এই দাবিটি আমাদের পর্যবেক্ষণে ভুল প্রমাণিত হয়েছে। আসলে এই মেঘ আইসল্যান্ডের আকাশে ২০১৯ সালে দেখা গিয়েছিলো যা এখন বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।