সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেমন রাস্তায় দাঁড়িয়ে কিছু মুসলিম ধর্মাবলম্বীরা আজান দিচ্ছে, কোথাও আবার নামাজ না পড়তে পারার কারণে রেল স্টেশনে চলেছে ভাঙচুর। আমাদের অনুসন্ধানে এই ভিডিওটি গুলো মিথ্যে প্রমাণিত হয়েছে।

মহারাষ্ট্রে লাউডস্পিকার বন্ধ করে দেওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে আজান দেওয়া হলো ? হাওড়ার ভিডিও বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে মহারাষ্ট্রে লাউডস্পিকার বন্ধ করে দেওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে আজান দেওয়ার নামে যে ভিডিওটি ছড়িয়েছে তা আসলে কলকাতার হাওড়ার। ২০২০ সালের এই ভিডিওটি লকডাউনের সময়ের যা এখন মসদিজে লাউডস্পিকার বন্ধ হওয়ার আবহে ভাইরাল হয়েছে।
ভিডিওটির সত্যতা জানুন এখানে

নামাজের সময় ট্রেনের আওয়াজ দেওয়ার জন্য মহিষাসুর স্টেশনে ভাংচুর চলে? সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো পুরোনো ভিডিও
ফেসবুকে মহারাষ্ট্রে লাউডস্পিকার বন্ধ করে দেওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে আজান দেওয়ার নামে যে ভিডিওটি ছড়িয়েছে তা আসলে কলকাতার হাওড়ার। ২০২০ সালের এই ভিডিওটি লকডাউনের সময়ের যা এখন মসদিজে লাউডস্পিকার বন্ধ হওয়ার আবহে ভাইরাল হয়েছে।
ভিডিওটির সত্যতা জানুন এখানে

CAA NRC বিরুদ্ধে আন্দোলেনের ভিডিওটিকে বিভ্রান্তিকর দাবি সমেত পোস্ট করলেন তথাগত
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির বিশিষ্ট রাজনৈতিক নেতা তথাগত রায় বিভ্রান্তিকর দাবি সমত টুইটারে পোস্ট করেছেন CAA NRC বিক্ষোভের ভিডিও।
ভিডিওটির সত্যতা জানুন এখানে

১৮১৮ সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সনাতনী মুদ্রার প্রচলন করেছিল?
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ১৮১৮ সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সনাতনী মুদ্রার প্রচলন করেছিল দাবিটি মিথ্যে। এই কয়েনটিকে ২ আনার মুদ্রা ও বলা হয়েছে, যদিও এটি পুজার জন্য প্রচলিত ছিল।
ভিডিওটির সত্যতা জানুন এখানে

কলকাতায় শিল্প সম্মেলনের আবহে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বিভ্রান্তিকর দাবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সম্প্রতি কলকাতায় শিল্প সম্মেলনের আবহে ভাইরাল ছবিতে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী গৌতম আদানির স্ত্রীর সামনে ঝুঁকেছেন আসলে এই ছবিতে যে মহিলা রয়েছেন তিনি গৌতম আদানির স্ত্রী নন।
ভিডিওটির সত্যতা জানুন এখানে
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।