Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
৭৯তম স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ভাষণের পাঁচটি স্ক্রিনশট। যেখানে বিজেপি, আরএসএস, সাভারকরকে নিয়ে কুমন্তব্য লেখা রয়েছে। এছাড়া, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) করা, “মাতঙ্গিনী হাজরা বর্ণপরিচয় লিখেছিলেন” মন্তব্য। অথবা নানান সাম্প্রদায়িক ও লাভ জিহাদের (Love Jihad) সংক্রান্ত পোস্ট। সপ্তাহভর ভাইরাল ভুয়ো দাবিগুলোর সত্যতা জানুন এবারের Weekly Wrap-তে।

“মাতঙ্গিনী হাজরা বর্ণপরিচয় লিখেছিলেন”, এই কথা কে বলেছিলেন? শুভেন্দু না অন্য কেউ? জানুন ভাইরাল ভিডিয়োর সত্যতা
ভাইরাল ভিডিয়োটি সঠিক নয়। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কখনই বলেননি, “মাতঙ্গিনী হাজরা বর্ণপরিচয় লিখেছিলেন।”
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

মুসলিম প্রমিকের অত্য়াচারের শিকার হিন্দু মেয়ে? ভাইরাল এই লাভ জিহাদের দাবিটির সত্যতা জানুন
কন্টেন্ট ক্রিয়েটর শ্বেতা পুন্দিরের স্ন্যাপচ্যাট লেন্স ব্যবহার করে তৈরি ছবিকে ‘লাভ জিহাদ’ এবং সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে, একটি ভুয়ো দাবির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

সামাজিক মাধ্যমে আবার ‘লাভ জিহাদ’এর গুজব! পড়ুন বাংলাদেশে কেন খুন হল এই যুবতী
ভাইরাল দাবিটি ভুয়ো। ছবিটি লাভ জিহাদের (Love Jihad) ফলে হত্যার কোনও ঘটনার নয়। অন্য একটি খুনের ঘটনার।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় বাংলাদেশে আটক হিন্দু চিকিৎসক? ভাইরাল এই ভিডিয়োর পিছনের ঘটনাটি জানুন
ভাইরাল দাবিটি ভুয়ো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

বিহারের ভোটার তালিকায় নাম থাকা এক ব্যক্তি ৪২ জনের বাবা? সত্যিটা জানুন
২০২৩ সালের বারাণসী পুর নির্বাচনের ভোটার তালিকা, যেখানে ৪৮ জন ভোটারের বাবা হিসেবে মহন্ত স্বামী রামকমল দাসের নাম তালিকাভুক্ত করা হয়েছে, সেটা আসলে তাঁর শিষ্যদের নাম।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

এটা বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ভিডিয়ো নয়, জানুন আসল ঘটনা এখানে…
ভাইরাল দাবিটি সত্যি নয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

মৃতদেহকে টেনে-হিঁচড়ে সিঁড়ি দিয়ে তোলার ভিডিয়োটি বাংলাদেশের নয়, বিহারের
মৃতদেহ টানতে টানতে সিঁড়ি দিয়ে তোলার ভিডিয়োটি বাংলাদেশের নয়, বরং বিহারের।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

স্বাধীনতা দিবসের ভাষণে BJP-RSS-সাভারকরকে অপমান মোদীর? News 18 Bangla-র লোগো-সহ ভাইরাল স্ক্রিনশটের সত্যতা জানুন
৭৯তম স্বাধীনতা দিবসে (Independence Day), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বক্তব্য বলে, News 18 Bangla-র যে স্ক্রিনশটগুলো ভাইরাল হয়েছে, তা আসলে সম্পাদিত বা এডিটেড।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

রাজশাহীর সাঁওতালপাড়ায় বাড়ি-মন্দির ভাঙচুর? ভাইরাল ছবির পিছনের রহস্যটি জানুন
ভাইরাল ছবিটি পুরনো একটি ঘটনার।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
Tanujit Das
November 30, 2025
Tanujit Das
November 30, 2025
Tanujit Das
November 22, 2025