Wednesday, April 16, 2025

Fact Check

Weekly Wrap: সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি অনুসারে রান্নার গ্যাস ও বিদ্যুতে নাকি সব থেকে বেশি অর্থ ব্যয় হয় পশ্চিমবঙ্গে?

banner_image

ফেসবুকে ভাইরাল দাবি, গৃহস্থালির গ্যাসের ক্ষেত্রে কেন্দ্রের থেকে মমতা ব্যানার্জীর সরকার বেশি ট্যাক্স নিচ্ছে, আরও বলা হচ্ছে বঙ্গে নাকি ১০০ ইউনিট বিদ্যুতের জন্য ৭১২টাকা খরচ হয়। এই বছরের বাদল অধিবেশনে প্রধানমন্ত্রী মোদী জিও লেখা ছাতা নিয়ে অওধিবেশনে গিয়েছিলে- এই ধরণের ভাইরাল দাবিগুলোর সত্যতা জানুন আজকের Weekly wrap এ

বাদল অধিবেশনে সাংবাদিকদের সামনে Jio র ছাতা মাথায় দিয়ে দাঁড়ালেন প্রধানমন্ত্রী?

সংসদের বাদল অধিবেশনের আবহে প্রধানমন্ত্রী মোদীর একটি ছবি ছড়িয়েছে। দাবি করা হয়েছে বাদল অধিবেশনে প্রধানমন্ত্রী মোদী Jio লেখা ছাতা মাথায় সাংবাদিকদের সামনে দাঁড়িয়েছিলেন। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই দাবিটি ভুল। তিনি অধিবেশনে সাধারণ একটি ছাতা মাথায় করে আসেন।

ভাইরাল এই দাবিটি সত্যতা জানুন এখানে

রামদেবের পতঞ্জলির কর মুকুব করলো কেন্দ্র সরকার তাও আবার ৫ বছরের জন্য?

ফেসবুকে রামদেবের পতঞ্জলির কর মুকুব করেছে কেন্দ্র সরকার – ভাইরাল এই দাবিটি বিভ্রান্তিকর। আমাদের অনুসন্ধানে প্রমাণিত যে পতঞ্জলি রিসার্চ ফাউন্ডেশন ট্রাস্টটিকে যে অনুদান দেওয়া হবে তা উপর থাকবে না কোনো শুল্ক আগামী পাঁচ বছরের জন্য।

ভাইরাল এই দাবিটি সত্যতা জানুন এখানে

এলপিজি গ্যাসেও কেন্দ্রের তুলনায় রাজ্য সরকারের করের পরিমান বেশি? ভাইরাল এই দাবির সত্যতা জানুন

ফেসবুকে ভাইরাল দাবি রান্নার গ্যাসে কেন্দ্রের তুলনায় রাজ্য সরকারের শুল্কের পরিমান বেশি থাকায় গ্যাসের দাম এতো বেড়েছে। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এলপিজি গ্যাসে ৫% GST ধার্য করা হয়েছে যা কেন্দ্র ও রাজ্য সরকারের ক্ষেত্রে সমান থাকে।

ভাইরাল এই দাবিটি সত্যতা জানুন এখানে

শহীদ দিবসের পুরোনো ছবি বিভ্রান্তিকর দাবি নিয়ে ছড়ালো ফেসবুকে

এই বছরের ২১শে জুলাই শহীদ দিবসকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড়ের একটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী ও অমিত শাহের জন সভাতেও এতো ভিড় লক্ষ্য করা যায়নি যা তৃণমূলের শহীদ দিবসের দিন দেখা গেছে। অনুসন্ধানের মাধ্যমে জানতে পারি এই ছবি ২০১৭ সালের অমর ২১শের। এই বছর শহীদ দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

ভাইরাল এই দাবিটি সত্যতা জানুন এখানে

অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সব থেকে বেশি, ১০০ ইউনিট বিদ্যুতের দাম ৭১২টাকা?

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম বেশি, এখানে ১০০ ইউনিট বিদ্যুতের জন্য খরচ হয় ৭১২ টাকা যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি, এই দাবি মিথ্যে। CESC ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের তথ্য অনুসারে ১০০ ইউনিটের জন্য ৭১২টাকা খরচ হয় না।

ভাইরাল এই দাবিটি সত্যতা জানুন এখানে

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,795

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে

আমরা কুকি এবং অনুরূপ প্রযুক্তিগুলি ব্যবহার করে বিষয়বস্তুকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতে, বিজ্ঞাপন আকার করতে এবং মাপতে এবং একটি ভাল অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করতেই। 'ঠিক আছে' ক্লিক করে বা কুকি পছন্দগুলি তৈরি করতে একটি অপশন সক্রিয় করে, আপনি এটি স্বীকার করেন, আমাদের কুকি নীতিতে বর্ণিত ভাবে।