সম্প্রতি ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতাব্যানার্জীর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ওনাকে বলতে শোনা যাচ্ছে যে বাংলায় ৩৪ বছর সিপিএম শাসন করেছে কিন্তু একটাই সিবিআই, ইডি কেস নেই, দলটি সৎ রাজনৈতিক দল। অন্যদিকে শ্রীলঙ্কার অর্থনৈতিক অবনতির আবহে ফেসবুকে ছড়িয়েছে যে ভারত দেশের জিডিপির ৮৩% ঋণ নিয়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশের বাগেরহাটে একটি ফেসবুক পোস্ট নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা শুরু হয় এবং সেই বিষয়কে ঘিরে ফেসবুকে অগ্নিকাণ্ডের ছবি শেয়ার হয়েছে। আজকের Weekly Wrap এ পড়ুন এই সকল দাবির সত্যতা।

খান পরিবারে বিয়ে করতে চলেছেন তাই সোনাক্ষিকে সম্পত্তি থেকে বেদখল করবেন বাবা শত্রুঘ্ন সিনহা?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে বাংলা বুলেটিনের দাবি খান পরিবারে বিয়ে করতে চলেছেন তাই সোনাক্ষিকে সম্পত্তি থেকে বেদখল করবেন বাবা শত্রুঘ্ন সিনহা প্রকৃতপক্ষে মিথ্যে।
এই দাবিটির সত্যতা জানুন এখানে

তৃণমূলের জনসভায় সিপিএম সরকারকে সৎ রাজনৈতিক দল বললেন মমতা? ভবানীপুরের উপ-নির্বাচনের ভিডিও বিভ্রান্তিকর দাবি সমেত ফের ছড়ালো সোশ্যাল মিডিয়াতে
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে তৃণমূলের জনসভায় সিপিএম সরকারকে সৎ রাজনৈতিক দল বললেন মমতা ব্যানার্জী এই দাবি সমত যে ভিডিওটি ছড়িয়েছে তা প্রকৃতপক্ষে সম্পাদিত করা।
এই দাবিটির সত্যতা জানুন এখানে

দেশের জিডিপির ৮৩% শতাংশ ঋণ নিয়েছে মোদি সরকার? শ্রীলঙ্কার দেউলিয়া ঘোষণার আবহে ভারতের ঋণ নিয়ে ছড়ালো ভুল দাবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে শ্রীলঙ্কার আর্থিক দিক থেকে দেউলিয়া হয়ে যাওয়ার আবহে ভারতকে নিয়ে ফেসবুকে দাবি করা হয়েছে দেশের জিডিপির ৮৩% শতাংশ ঋণ নিয়েছে মোদি সরকার, এই দাবিটি মিথ্যে।
এই দাবিটির সত্যতা জানুন এখানে

বাংলাদেশের বাগেরহাটের এক হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা প্রবাহে ছড়ালো অপ্রাসঙ্গিক ছবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ইসলাম অবমাননাকর পোস্ট করার জন্য বাংলাদেশের বাগেরহাটের এক হিন্দুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা প্রসঙ্গে ভাইরাল হলো বছর পুরোনো ক্যালিফর্নিয়া ও কুমিল্লার ছবি।
এই দাবিটির সত্যতা জানুন এখানে

জনগণমনকে বিশ্বের সেরা Anthem এর খেতাব দিয়েছে UNESCO ?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে জনগণমনকে বিশ্বের সেরা Anthem এর খেতাব দিয়েছে UNESCO এই দাবিটি ২০০৮ সাল থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যদিও এই দাবিটি মিথ্যে।
এই দাবিটির সত্যতা জানুন এখানে
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।