ফিফা বিশ্বকাপের আবহে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি কাতার স্টেডিয়ামে জামাতে নামাজ পড়া হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে খেলার স্টেডিয়ামে কয়েকশো মানুষ একসঙ্গে মাঠের মধ্যে নামাজ পড়ছেন। এই মাঠের চেয়ারের রং লাল এবং সেখানে ‘Kazan‘ কথাটি সাদা অক্ষরে লেখা।


Fact check / Verification
ভাইরাল ভিডিওটি কাতার স্টেডিয়ামে নামাজ পড়ার নয়, ভিডিওটি রাশিয়ার এবং ভিডিওটি বেশ পুরোনো। ভাইরাল ভিডিওটিকে কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে Yandex টুলের মাধ্যমে বেশ কিছু লিংক পাই। এর মধ্যে Realnoe Vermya ওয়েবসাইটে কিছু ছবি পাই যার সাথে আমরা ভাইরাল ভিডিওর স্টেডিয়ামের মিল খুঁজে পাই। ছবিটি রাশিয়ার কাজান আরেনা স্টেডিয়ামে যেখানে ২০১৯ সালের ইফতারের জন্য প্রায় ১৫ হাজার মানুষ উপস্থিত হয়েছিল। নামাজ পড়ার পর ইফতারের সূচনা হয়।

ফেসবুকে থেকেও আমরা এই ভিডিওটি পাই। এই ভিডিওটিকে ৭ই জুন ২০১৯ সালে আপলোড করা হয়েছিল।

একই ধরণের ভিডিও আমরা Gettyimages থেকেও পাই। এখানে দেওয়া বিবরণ অনুসারে জনাতে পারি ভিডিওটি ২০১৬ সালের ২২শে জুনের।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে কাতার স্টেডিয়ামে নামাজ পড়া হয়েছে এই দাবিতে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি রাশিয়ার। আমরা দেখেছি ২০১৬ ও ২০১৯ সালে একই ভিডিও ভাইরাল ছিল।
Result: False
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।