কলকাতার পার্কস্ট্রিটে ২৫শে ডিসেম্বরের উপলক্ষ্যে লোকারণ্যের ছবির সাথে অন্য ছবি জুড়ে ফেসবুকে শেয়ার করা হলো, অন্যদিকে মাদার টেরেসার Missionaries Of Charityকে কেন্দ্র করে মমতা ব্যানার্জী স্বয়ং করেছেন বিভ্রান্তিকর টুইট। আজকের Weekly Wrap এ জানুন এই ধরণের বিভ্রান্তিকর দাবির আসল তথ্য।

সোশ্যাল মিডিয়াতে জেরুজালেমের নামে মেক্সিকোর Illusionate Christmas উৎসবের ছবি ছড়ালো
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে কলকাতায় বড়োদিনের উৎসবে পার্কস্ট্রিটে লোকারণ্যের ছবির সাথে যিশুখ্রিস্টের জন্মস্থান জেরুজালেমের নামে মেক্সিকোর ছবি দেওয়া হয়েছে।যেখানে একটি বিশাল সুসজ্জিত ক্রিস্টমাস ট্রির ছবি দেওয়া হয়েছে যা আসলে মেক্সিকোর Illusionate Christmas উৎসবের ছবি।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন

MISSIONARIES OF CHARITYর সমস্ত ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করেছে কেন্দ্র?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ট্যুইট অনুসারে MISSIONARIES OF CHARITYর সমস্ত ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করেছে কেন্দ্র এই দাবিটি বিভ্রান্তিকর। FCRA আওতায় পুনর্নবীকরণ আবেদনটি খারিজ হয়েছে শুধু।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন

২০২১ সালের সুশাসন সূচকের সব থেকে নিচে রয়েছে বাংলা ?
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে ফেসবুকে বিজেপি বাংলার ফেসবুক থেকে পোস্ট করা সুশাসন সূচক নিয়ে পোস্টকার্ড যেখানে বলা হয়েছে ২০২১ সালের সুশাসন সূচকের সব থেকে নিচে রয়েছে বাংলার নাম, এই দাবিটি বিভ্রান্তিকর।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন

ভারতের তুলনায় প্রতিবেশি দেশের GDP বেশি? ফেসবুকে ছড়ালো বছর পুরোনো দাবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে জিডিপি নিয়ে ফেসবুকে একটি পোস্টকার্ডে করা দাবি ভারতের তুলনায় প্রতিবেশি দেশের GDP বেশি আসলে মিথ্যে। ভারতের বর্তমান জিডিপি চীন, পাকিস্তান, ও বাংলাদেশের তুলনায় বেশি।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন

বিহারে মুসলিম যুবকের দ্বারা হিন্দু কিশোরীকে ছুরি মারার দাবিতে ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়ালো বিভ্রান্তি
সোশ্যাল মিডিয়াতে বিহারে মুসলিম যুবকের দ্বারা হিন্দু কিশোরীকে ছুরি মারার দাবিতে ভাইরাল ভিডিওটিকে শেয়ার করা হচ্ছিলো এটি লাভ-জিহাদের নামে । আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই ঘটনাটির সাথে লাভ-জিহাদের কোনো সম্পর্ক নেই। দোষী ছেলেটি এবং আহত কিশোরীটি দুজনেই একই সম্প্রদায়ের।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।