রবিবার, ডিসেম্বর 8, 2024
রবিবার, ডিসেম্বর 8, 2024

HomeLoksabha Election 2024Fact Check: ভুল ব্যাখ্যা-সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কান্নার পুরনো ভিডিয়ো

Fact Check: ভুল ব্যাখ্যা-সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কান্নার পুরনো ভিডিয়ো

Claim:

লোকসভা ভোটের প্রচারপর্ব যখন তুঙ্গে, তখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের হাই-হাউ করে কান্নার একটি ভিডিয়ো। ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে একজন ইংরেজিতে লিখেছেন, “সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরকে দেখে বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসুর প্রাক্তন শ্বশুর, শ্রীরামপুরের তিনবারের সাংসদ ও এবারের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবস্থা দেখুন।” (আর্কাইভ লিঙ্ক

Fact

ভাইরাল ক্লিপটির রিভার্স ইমেজ সার্চ করলে নিউজ18 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, একই ধরনের একটি দীর্ঘ ভিডিয়ো আমরা দেখতে পাই। ২০২১ সালের ১৪ অক্টোবর ভিডিয়োটি সেখানে পোস্ট করা হয়েছিল। সেখান থেকে জানা যায় যে, নবমীর দিন মা দুর্গার মূর্তির সামনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মন্ত্রপাঠ করতে করতে হাই-হাউ করে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। 

 ETV Bharat West Bengal, TV9 Bangla, Zee 24 Ghanta-সহ অন্যান্য বাংলা সংবাদমাধ্যমেও, সেই সময় একই খবর প্রকাশিত হয়েছিল।

Conclusion

সুতরাং এখন থেকেই স্পষ্ট যে, কল্যাণ বন্দ্য়োপাধ্যায়েক কান্নার ভিডিয়োটি পুরনো এবং এর সঙ্গে লোকসভা নির্বাচন ২০২৪-এর কোনও যোগ নেই। 

Result: Missing Context

Source

Source
Video by News18 Bangla, dated October 14, 2021
Video byETV Bharat West Bengal, dated October 14, 2021
Video byTV9 Bangla, dated October 14, 2021
Video byZee 24 Ghanta, dated October 14, 2021

Most Popular