শুক্রবার, ডিসেম্বর 27, 2024
শুক্রবার, ডিসেম্বর 27, 2024

HomeFact CheckWeekly Wrap: কৃষক আন্দোলনে গরুর পাল নিয়ে মিছিল তো মৃত কৃষক শুভকরণ...

Weekly Wrap: কৃষক আন্দোলনে গরুর পাল নিয়ে মিছিল তো মৃত কৃষক শুভকরণ সিংয়ের ছবি ঘিরে বিভ্রান্তি, চাকরি প্রার্থীদের উপর যোগীর পুলিশের লাঠিচার্জ! সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবির সত্যতা জানুন

কৃষক আন্দোলনে গরুর পাল নিয়ে মিছিল থেকে শুরু করে সেই আন্দোলনে মৃত কৃষক শুভকরণ সিংয়ের ছবি ঘিরে বিভ্রান্তি। শাকিব আল হাসানের ডিপফেক থেকে শুরু করে চাকরি প্রার্থীদের উপর যোগীর পুলিশের লাঠিচার্জের ভিডিয়ো। আজকের Weekly Wrap-তে জানুন এই সমস্ত দাবির সত্যতা।

এটা আন্দোলনে মৃত কৃষক শুভকরণের ছবি নয়, ২০১৮ সালে কাশ্মীরে মৃত যুবক শারজিল আহমেদ শেখের

ছবিটি মৃত কৃষক শুভকরণ সিংয়ের নয় বরং ২০১৮ সালে কাশ্মীরে মৃত যুবক শারজিল আহমেদ শেখের।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

এটা কি চাকরির পরীক্ষার্থীদের উপর যোগীর পুলিশের লাঠিচার্জের ভিডিয়ো? সত্য়তা জানুন

ভিডিয়োটি চাকরির পরীক্ষার্থীদের উপর উত্তরপ্রদেশ পুলিশের লাঠিচার্জের নয়। বরং সিনেমার প্রচারে আসা অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে দেখতে আসা উত্তেজিত জনতার উপর পুলিশের লাঠিচার্জের ভিডিয়ো।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

ফেসবুকে বেটিং সাইটের প্রচারণায় সাকিবের ভাইরাল ভিডিওটি ডিপফেক

মূলত সাকিবের নগদের প্রচারণার একটি ভিডিওকে ডিপফেক প্রযুক্তি দ্বারা বেটিং সাইটের এডস তৈরি করা হয়েছে। 

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

গরুর পাল নিয়ে মিছিলের ভিডিয়োটি ২০২১ সালের, সাম্প্রতিক কৃষক আন্দোলনের নয়

গরুর পাল নিয়ে শিখ ধর্মাবলম্বীদের মিছিলের ভিডিয়োটির সঙ্গে কৃষক আন্দোলনের যোগ নেই, সেটি ২০২১ সালের। 

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

খড়গপুর স্টেশনে বিদ্যুতের তার ছিঁড়ে একজনের মৃত্যু? ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন

খড়গপুর স্টেশনে বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনার ভিডিয়োটি পুরনো এবং সেখানে কারও মৃত্যু হয়নি।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

Most Popular