Authors
তৃতীয় দফার ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একধিক রাজনৈতিক ছবি ও ভিডিয়ো। যার মধ্যে অন্যতম অমিত শাহের এসসি, এসটি-বিরোধী বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের চা তৈরির ছবি এবং দিলীপ ঘোষের হিন্দু-বিরোধী মন্তব্য। এছাড়া রয়েছে, অধীর চৌধুরীৃ, মীনাক্ষী মুখোপাধ্যায়কে ঘিরে দাবিদাওয়া। এবারের Weekly Wrap-তে জানুন এই ধরনের একাধিক দাবির সত্যতা।
ক্ষমতায় এলে এসসি, এসটি ও ওবিসি সংরক্ষণ বন্ধের ঘোষণা করেননি অমিত শাহ, ভাইরাল ভিডিয়োটি এডিটেড
অমিত শাহের ভাইরাল ভিডিয়োটি এডিটেড বা সম্পাদিত। এসসি, এসটি ও ওবিসি সংরক্ষণ বন্ধের কথা বলেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
“তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট দেওয়া ভাল”, বললেন অধীর? ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন
অধীর চৌধুরীর বক্তব্যের একটা অংশ বিশেষ ভুল ব্যাখ্যা-সহ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
লোকসভা ভোটের আবহে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তার দোকানে চা তৈরির পুরনো ছবি
ভাইরাল ছবিটি পুরনো। সাম্প্রতিক লোকসভা ভোটের সঙ্গে এটার কোনও যোগ নেই।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
“হিন্দু অনেক মরেছে, আরও কিছু মরুক”, ভোটের আগে বললেন দিলীপ ঘোষ? জানুন ভাইরাল ভিডিয়োর সত্যতা
ভাইরাল ভিডিয়োটি পুরনো। ২০২৪-এর লোকসভা ভোটের সঙ্গে এর কোনও যোগ নেই। যদিও ভিডিয়োটি দিলীপ ঘোষেরই কিনা, নিউজচেকার সেই সত্যতা যাচাই করেনি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী বালুরঘাট, রায়গঞ্জে হারছে বিজেপি? না, ভাইরাল পোস্টকার্ডটি ভুয়ো
ভাইরাল পোস্টকার্ডটি ভুয়ো। ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর তরফে কোনদিন এই ধরনের কোনও প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
বাম জমানায় চিরকুটে চাকরি মীনাক্ষীর? আনন্দবাজারের মাস্টহেড ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো ভুয়ো স্ক্রিনশট
মীনাক্ষী মুখোপাধ্যায় বাম জামানায় চিরকুটে চাকরি পেয়েছেন এই দাবিতে কোনও প্রতিবেদন আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী প্রকাশ করেনি। ভাইরাল স্ক্রিনশটটি ভুয়ো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
নকল আঙুলের সাহায্যে ভোটে কারচুপির প্ল্যান? ভাইরাল ছবির সত্যতা জানুন
নকল আঙুলের ছবির সঙ্গে ভারতের লোকসভা ভোটের কোনও যোগ নেই। জাপানের ভয়ঙ্কর ইয়াকুজা গ্যাংস্টারদের জন্য এই কৃত্রিম আঙুলগুলো তৈরি করেছিলেন শিন্তারো হায়াসি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।