Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.
(এই প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker Tamil এ প্রকাশিত হয়েছিল)
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি খোদাই করা পাথরের ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি মানুষ কম্পিউটার। ছবিগুলোকে শেয়ার করে অনেকেই দাবি করেছেন এগুলো প্রাচীন ভারতের শিল্পকলার নিদর্শন । এই শিল্প প্রমান দেয় ভারত শিল্প ও সভ্যতায় কতটা এগিয়ে ছিল। দক্ষিণ ভারতের অনেকেই এই ছবিটিকে শেয়ার করে দাবি করেছন পল্লব সাম্রাজ্যের সময় আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে এটি বানানো হয়েছিল।
কোথাও আবার বলা হয়েছে উদ্ভাবনের বিষয়ে ভারত বা বিশ্বকে ছাপিয়ে গেছে –
Fact check / Verification
পাথরের উপর খোদাই, মানুষ কম্পিউটার চালাচ্ছে এই দাবিতে ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ করার পর আমরা ‘Strange Horizons‘ নামের একটি ওয়েবসাইটের লিঙ্ক পাই। এখানে এই ছবিটি রয়েছে এবং সাথে বলা হয়েছে শিল্পী রাউল ত্রুজের এই শিল্পকলা যাকে নাম দেওয়া হয়েছে ‘ভবিষ্যতের পূর্বপুরুষ’ .ওয়েবসাইটে ২০০৯ সালের ৬ই অক্টোবরে এটি দেওয়া হয়েছিল। এখানে আরো বলা হয়েছে রাউল মূলত মেক্সিকোর আজটেক ও মায়া সত্যতার দ্বারা অনুপ্রাণিত যেখানে শৈল্পিক ধারণা ও বিজ্ঞান মনস্কতা মেলবন্ধন দেখা যায়।
রাউলের ইনস্টাগ্রাম থেকে আমরা এই শিল্পটির একটি ছবি পাই যা শীর্ষকে লেখাটির তর্জমা করলে দাঁড়ায় ভবিষ্যতের স্মৃতি ২০১৫ যা কিনা বানানো হয়েছে এক্রেলিক ফাইবার গ্লাসের উপর।
পাথরের উপর খোদাই মানুষ কম্পিউটার চালাচ্ছে তা আসলে আধুনিক শিল্পকলা
এছাড়াও আমরা ‘Cosmos Latinos: An Anthology of Science Fiction from Latin America and Spain (Early Classics of Science Fiction)’ এর ২০০৩ সালের প্রকাশনায় এই ছবিটি পাই। রাউল ত্রুজ এই প্রচ্ছদটি এঁকে ছিলেন।
Conclusion
পাথরের উপর খোদাই মানুষ কম্পিউটার চালাচ্ছে তা আসলে আধুনিক শিল্পকলার নিদর্শন। সোশ্যাল মিডিয়াতে একে নিয়ে যে দাবি করা হয়েছে তা ভুল।
Result: False
Our sources
Strange Horizons
Instagram Post by @racrufi Dated September 5, 2018
Amazon.in
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.