শুক্রবার, ডিসেম্বর 20, 2024
শুক্রবার, ডিসেম্বর 20, 2024

HomeSportsচেলসি লিজেন্ড ড্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? ভাইরাল দাবিটি ভুল 

চেলসি লিজেন্ড ড্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? ভাইরাল দাবিটি ভুল 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

( এই প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker English এ প্রকাশিত হয়েছে )

Claim

বিশ্বকাপ ফুটবলের আবহে ফেসবুকে ভাইরাল দাবি আইভেরিকোস্টের ফুটবলার ও চেলসি লিজেন্ড ড্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ফেসবুকে ড্রগবার যে ছবিটি ভাইরাল হয়েছে সেখানে তাকে নামাজ পড়ার ভঙ্গিতে দেখা যাচ্ছে।

চেলসি লিজেন্ড ড্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন image 1
Courtesy: Facebook/ Md Arif Mia

Fact

চেলসি লিজেন্ড ড্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই দাবিটির সত্যতা যাচাই করার সময় আমরা ‘Didier Dorgoba Muslim’ এই কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমার ড্রগবার একটি টুইট পাই। ৮ই নভেম্বরে তিনি টুইট করে জানিয়েছেন সম্প্রতি ওনাকে নিয়ে একটি গল্প ভাইরাল হয়েছে যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু তিনি কোনো ধর্ম পরিবর্তন করেননি। নিজের গ্রামে গিয়ে অন্যান্য মুসলিম ধর্মাবলম্বী সতীর্থদের জন্য তিনি প্রার্থনা করেছিলেন। 

 টুইট ছাড়াও আমরা ওনার ফেসবুক থেকেও এই ছবিটি পাই। ৭ই নভেম্বরে তিনি ওনার গ্রাম Niaprahio and Guiberoua তে একটি টুর্নামেন্টের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যান। সেখানে গ্রামবাসীদের সাথে এবং বন্ধুবান্ধবদের সাথে দেখা করেন। 

ড্রগবা বেশকিছু ছবি আপলোড করেছেন যার মধ্যে ওনার নামাজ পড়ার ছবিটিও রয়েছে। বর্তমানে এই ছবিটিকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর দাবি ছড়িয়েছে। 

অনুসন্ধানে প্রমাণিত হয়েছে আইভেরিকোস্টের ফুটবলার ও চেলসি লিজেন্ড ড্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই দাবিটি মিথ্যে। তিনি নিজের গ্রামে গিয়ে চেনাপরিচিতদের সাথে প্রার্থনাতে যোগ দিয়ে ছিলেন মাত্র, কোনো ধর্ম পরিবর্তন করেননি। 

Result: False

Our Sources

Didier Drogba’s tweet posted on 8th Nov 2022
Didier Drogba’s Facebook posts of 7 Nov 2022


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular