শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeFact Checkআর্জেন্টিনার ড্রেসিং রুমে ‘সাদা সাদা কালা কালা’ গানে সবাই নেচেছে? বিশ্বকাপের আবহে...

আর্জেন্টিনার ড্রেসিং রুমে ‘সাদা সাদা কালা কালা’ গানে সবাই নেচেছে? বিশ্বকাপের আবহে ফেসবুকে ছড়ালো সম্পাদিত ভিডিও

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ফেসবুকে বিশ্বকাপের আবহে মেসিদের নিয়ে ভাইরাল ভিডিও – আর্জেন্টিনার ড্রেসিং রুমে ‘সাদা সাদা কালা কালা’ গানে নাচ্ছে সমস্ত খেলোয়াড়। বহু প্রতীক্ষিত বিশ্বকাপ হাতে নেওয়ার পর মাঠের মধ্যে উল্লাস শুরু করে, তারপর ড্রেসিংয়ের রুমে এসে শুরু হয় বাঁধ ভাঙ্গা উচ্ছাস। 

Courtesy: Facebook/sababa.rahman.hafsa

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে রুমের সব খেলোয়াড়দের কেউ নাচ্ছে, কেউ বা এই সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্দি করছে আর পেছনে বাজছে বাংলাদেশের জনপ্রিয় ছবি ‘হাওয়া’র গান ‘সাদা সাদা কালা কালা’। অধিনায়ক মেসি, গোলকিপার মার্টিনেজকেও দেখা যাচ্ছে টেবিলের উপর উঠে নাচ্ছে। 

Fact check / Verification 

আর্জেন্টিনার ড্রেসিং রুমে ‘সাদা সাদা কালা কালা’ গান বাজেনি, আসল ভিডিওটিকে এডিট করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করার জন্য আমরা প্রথমে খুঁজে বের করার চেষ্টা করি আর্জেন্টিনার ড্রেসিং রুমের আসল ভিডিওটি। ‘Argentina Dressing room Martinez on Table ’ কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা Daily Mail এর ২৭সে নভেম্বর ২০২২ এর একটি রিপোর্ট পাই। এই রিপোর্টের ইংরেজি শিরোনামের বাংলা তর্জমা করলে দাঁড়ায় – ;আর্জেন্টিনার বন্য উদযাপন: মেসি কন্ডাক্টরের ভূমিকায় ও মার্টিনেজকে দেখা গেলো টেবিলের উপর উঠে নাচতে যখন মেক্সিকোর বিরুদ্ধে জয় লাভ করে বিশ্বকাপের স্বপ্নের দিকে আরো এক ধাপ এগোলো’ 

এর রিপোর্টে আমরা মার্টিনেজজের টেবিলের উপরে দাঁড়ানো ছবি ও খালি গায়ে মেসির ছবি দেখি, যা আমরা ফেসবুকের ভাইরাল ভিডিওতেও দেখেছি। এই রিপোর্টেই আমরা Veronica Brunatiর টুইট পাই যেখানে আর্জেন্টাইনদের উল্লাসের ভিডিও রয়েছে। এই ভিডিওটি এবং আর্জেন্টিনার ড্রেসিং রুমে ‘সাদা সাদা কালা কালা’ গানের ভিডিওটি একে। অর্থাৎ এই ভিডিওটি মেক্সিকোর বিরুদ্ধে মেসিদের জয় লাভের সময়ের ভিডিও। 

বিশ্বকাপের গ্ৰুপস্টেজের খেলায় ২৭শে নভেম্বর মুখোমুখি হয় ল্যাটিন আমেরিকার দুই দেশ মক্সিকো ও আর্জেন্টিনা। এই খেলায় ২-০ গোলে পরাজিত হয় মেক্সিকোর দল। 

বিশ্বকাপের পর মেসি ও তার সতীর্থদের ড্রেসিংরুম তোলপাড় করে আনন্দ করার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। গুগলে খোঁজার পর আর্জেন্টিনার স্ট্রাইকার কুন আগুড়েও এর ইনস্টাগ্রামের ভিডিও পাই। বাধভাঙ্গা আনন্দে ফেটে পরে আর্জেন্টাইন খেলোয়াড়রা নিজেরদের ড্রেসিং রুমে পৌঁছানোর পর। ভিডিওতে দেখা যাচ্ছে কেউ ময়লার বাক্সে ঝাঁপ দিচ্ছে কেউ আবার শ্যাম্পেনের ফোয়ারায় ভিজিয়ে দিচ্ছে সতীর্থদের। 

Instagram will load in the frontend.

ESPNFC এর ফেসবুকের ১৯শে ডিসেম্বরের ভিডিওতে দেখা যাচ্ছে ছোট বাচ্চাদের মতো নাচে মেতে উঠেছে মেসিরা। 


The Quint এর ইউটুউব ভিডিওতে দেখা যাচ্ছে বিশ্বকাপ হাতে টেবিলের উপর মেসি নাচ্ছেন আর ওনাকে ঘিরে সবাই মেতে উঠেছে। বিশ্বকাপে জয়ী হওয়ার পর আর্জেন্টিনা ১০মিলিয়ন ডলারের একটি চেক পাই। সেটি হাতে করেও উদ্দাম নাচতে দেখা গিয়েছে ৩৬ বহর পর বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার দলকে।

Conclusion

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে আর্জেন্টিনার ড্রেসিং রুমে ‘সাদা সাদা কালা কালা’ গানের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা মেক্সিকোর সাথে গ্ৰুপস্টেজে জেতার পরের ভিডিও। ভিডিওটি সম্পাদিত করে পোস্ট করা হয়েছে ফেসবুকে।

Result – Altered Video 

Our Sources

ESPN FC Facebook video
Veronica Brunati tweet
Instagram video


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular