Authors
Claim
ফেসবুকের একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে, ভারত একটি মুসলিম রাষ্ট্র ও পশ্চিমবঙ্গ হলো তার প্রকৃষ্ট উদাহরণ।
Verification
ভারত একটি ঐতিহাসিক মুসলিম রাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ তার প্রকৃষ্ট উদাহরণ এই কথাটি প্রথমত সঠিক নয় এবং তার সব থেকে বড়ো প্রমান হলো আমাদের সংবিধান।
ভারতের সংবিধানের প্রথমেই বলা আছে ভারতবর্ষ এটি গণতান্ত্রিক, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সংবিধানে দেশের প্রতিটি শ্রেণীর মানুষের সাংবিধানিক অধিকারের সাথে সাথে ভারতের ধর্মীয় পরিকাঠামো আলোচনা করা আছে।
সেখানে বলা আছে ভারতে বসবাসকারী প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজেদের ধর্ম পালন করতে পারবে, তেমনি কোনো ধর্মকে প্রাধান্য দেওয়া হবে না। স্বাধীনতার সময় থেকে ভারত হিন্দু, ইসলাম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মে সম্মান জানিয়ে এসেছে। ইতিহাসে বা সংবিধানে এমন কোথাও উল্লেখ করা নেই যে ভারত একটি ঐতিহাসিক মুসলিম রাষ্ট্র। যেহেতু ভারতে সর্বধর্ম সমন্বয়ে মানুষ বসবাস করে এবং প্রত্যেকেই স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলা যেতে পারে ফেসবুকে ভাইরাল ভিডিওতে শিরোনামে যে দাবি করা হয়েছে সেটি বিভ্রান্তিকর। ভারত ধর্মনিরপেক্ষ তাই ভারতের অংশ পশ্চিমবঙ্গও ধর্মনিরপেক্ষতার আওতায় পরে। আমরা এই প্রতিবেদনে ভাইরাল ভিডিওটির অন্যান্য দাবি যাচাই করি নি, তাই শুধু শিরোনামের বিচারে ভাইরাল পোস্টটিকে বিভ্রান্তিকর বলে চিহ্নিত করেছি।
Result – Partly False
Source
Indian Constitution
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।